প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২
নব নির্মিত মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক আইন শৃঙ্খলা ও করোনা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান।
সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, সাংবাদিক সুবল বিশ্বাস, সাংবাদিক বোরহানুস সুলতান, আবুল হাসান সোহেল, সাংবাদিক মনজুর হোসেন, রিপন চন্দ্র মল্লিক, সাংবাদিক সাগর হোসেন তামিম প্রমুখ। সভায় মাদারীপুরের সার্বিক আইন শৃঙ্খলা ও জেলার করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা আলোচনা করেন।