প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ২:৩৭
বরিশালের হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে(২০১৯-২০২০) অর্থ বছরের খরিপ-১ মৌসুমে বরিশাল,পটুয়াখালী,ভোলা,বরগুনা,ঝালকাঠি,মাদারীপুর,শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামে বুধবার ১৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায়, কৃষক সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খালেদীন আনাম। এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যারের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ সহ স্থানীয় কৃষক এবং কৃষানীগণ। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ব্রি-ধান-৪৮ জাতের আউশ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সকল কৃষককে এই জাতের ধান চাষে আগ্রহ করাই উক্ত মাঠ দিবসের লক্ষ্য।
তাছাড়া জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই মাঠ দিবসের উদ্দেশ্য।আগে এক ফসলি জমি চাষ হতো, সেখান থেকে বের হয়ে আসতে হবে এবং তিন ফসলি জমি চাষে আগ্রহী হতে হবে। পুরাতন পদ্ধতির চাষ ছেড়ে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। অল্প জমিতে বেশি ফলন পাওয়া যায় সেই লক্ষ্যে, কৃষি অফিসের সাথে সব সময় যোগাযোগ রেখে নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। কারণ, কৃষি এখন বাণিজ্যিক দিক দিয়ে এগিয়ে রয়েছে। তাই কোন জমি পতিত না রেখে কৃষির জন্য কাজে লাগাতে হবে।