প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০:৩৮
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের মা শিরিয়া খানম বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর তার মৃত্যু হয় বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সেলিম হোসেন।বুধবার বাদ এশা সাভারের তালবাগ কবরস্থান মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছেন এনামুর রহমান।