প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৭
পেঁয়াজ রপ্তানি বন্ধের আদেশ প্রত্যাহার করতে ভারতকে অনুরোধ জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।তিনি জানান, গত বছরের মতোই এবারো কোনো আগাম বার্তা না দিয়েই পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত।
প্রত্যাশা করছি, এটার একটা ভালো ফলাফল পাবো।এর আগে গত ১৪ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা ছাড়া বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশে একদিনেই পেঁয়াজের দাম এক তৃতীয়াংশ বেড়ে গেছে। সোমবার ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হলেও মঙ্গলবার বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা দরে।