প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৬
বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই- এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে বরিশাল জেলাব্যাপী ১ লক্ষ তালের বীজ বপন করা হবে। সেই লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক এর পরিকল্পনা ও বাস্তবায়নে, হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে হিজলা ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে তালবীজ বপন করে কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
হিজলার ৬টি ইউনিয়ন এই কর্মসূচীর আওতায় থাকবে। তালবীজ বপন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, হিজলা গৌরব্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলার, উপজেলা প্রকৌশলী মোঃ তুহিন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা বন বিভাগ সহকারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আহসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সোলায়মান শান্ত প্রমুখ।