প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ৩:৩০
চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় শাহাদত হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহাদত উপজেলা সদরের লোহার দীঘির পাড় এলাকার মোহাম্মদ হারেছ ড্রাইভারের ছেলে।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার আরো এক বন্ধু আহত হয়েছে।তবে তার পরিচয় জানা যায়নি৷
নিহতের বড়ভাই মো: লিটন সাংবাদিকদের জানান, দুপুরে আজিজ নগর লেকে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন শাহাদত ও তার বন্ধু।পথিমধ্যে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।এসময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান শাহাদত৷ এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াসিন আরফাতকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।