প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৭
ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় দ্বিতীয় উপকূলীয় পরিবেশগত অবকাঠামো প্রকল্পের(সিটিইআইপি-২)পরিচালক(পিডি)মো. সাইফুল ইসলাম সহিদ ওই প্রকল্পের আওতায় বিভিন্ন প্রকল্পের যথার্থতা যাচাইয়ের জন্য পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রস্তাবিত প্রকল্প উপযোগীতা যাচাই করেন।
ওই সময় পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আল আমিন ফয়সাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামীম হাসান, সহকারী প্রকৗশলী আ. সাত্তার, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন পৌরসভার সহকারী প্রকৌশলী সহকারী প্রকৗশলী আ. সাত্তার জানান, সিটিইআইপি-২ প্রকল্পের আওতায় পৌর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে টেকসই সাইক্লোন সেল্টার কাম একাডেমিক ভবন, সড়ক, ব্রিজ, বাজার উন্নয়ন, পার্ক, বস্তি উন্নয়ন, ড্রেন নির্মান ও সৌন্দর্য বর্ধনের কাজ হবে। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম জানান, ওই প্রকল্পের কাজগুলো বাস্তবায়ন হলে পৌরসভার নাগরিক সুবিধা বহুগুণ বেড়ে যাবে।