প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০:৫
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় বাবা ও ভাইয়ের ইট, কোদালের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক বুড়িচং উপজেলার সদরের মো. আনোয়ার হোসেনের ছেলে আবুল হাসান (৩০)। বৃহস্পতিবার নিহতের বাড়ির ছাদে গাছ লাগানো নিয়ে এই ঘটনা ঘটে।
তবে নিহতের অপর বড় ভাই আবুল কালাম বলেন, গাছের চারা লাগানো নিয়ে বাবা-ছেলে তিনজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া ও তর্ক-বির্তকের একপর্যায়ে আবুল হাসান দৌড়ে বাড়ির ছাদের ওপর উঠতে গিয়ে হোচট খেয়ে নিচে পড়ে যায়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। নিহতের স্ত্রীর পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।