প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ২০:১৭
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যকর গৃহবধূ জুমেলা হত্যা মামলার রায়ে এক আসামিকে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় ২ জনকে যাবজ্জীবন ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ২১ মার্চ আদালতে ৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক।এ মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান কবীর ও আসামিপক্ষে অ্যাডভোকেট আবদুর রহমান ও খসরুজ্জামান মামলা পরিচালনা করেন।