প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১৬:৫৭
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে অসদাচরণ ও হুমকির বিচার এবং লাইব্রেরির কম্পিউটার চুরির প্রকৃত চোরকে শনাক্তকরণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মেইনগেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তাঁরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার চুরির ঘটনা বেশ পুরনো আর বিচারহীনতার সংস্কৃতির অভাবে অনেকবার কম্পিউটার চুরি হওয়ার শর্তেও প্রকৃত চোর ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে। এবার আমরা প্রকৃত চোরকে সবার সামনে দেখতে চাই।