প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ১:৭
আন্তঃনগর, কমিউটার ও লোকালসহ আরও ১৯ জোড়া ট্রেন চালু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে ৬৭ জোড়া ট্রেনের চাকা ঘুরবে রেলে।আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৯ জোড়া ট্রেন চালুর বিষয়টি জানানো হয়।মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৪ মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার।
সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা-চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল, রহনপুর-খুলনা মহানন্দা, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার পদ্মরাগ কমিউটার, খুলনা-গোয়ালন্দঘাট-খুলনা নকশিকাঁথা, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম সাগরিকা কমিউটার, রাজশাহী-পার্বতীপুর-রাজশাহী উত্তরা, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মহুয়া এবং খুলনা-বেনাপোল-খুলনা বেতনা এক্সপ্রেস চলাচল করবে।
রাজশাহী-ঢাকা-রাজশাহী সিল্কসিটি, খুলনা-রাজশাহী-খুলনা সাগরদাঁড়ি, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার দোলনচাঁপা, ঢালারচর-রাজশাহী-ঢালারচর ঢালারচর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ঢাকা/চট্টগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা দেওয়ানগঞ্জ কমিউটার, ঢাকা-ঝারিয়া ঝাঞ্জাইল-ঢাকা বলাকা কমিউটার, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর চিলাহাটি এক্সপেস ট্রেন।