প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১:১৫
গাজীপুরের কালিয়াকৈরে ফেইসবুকে মোটর বাইক বিক্রির নামে দুই প্রতারক আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।রবিবার রাতে কালিয়াকৈর উপজেলার সিমান্তবর্তী টাংঙ্গাইলের মির্জাপুর সৈয়দপুর পশ্চিম পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলো নওগাঁ সদর উপজেলার পারনওগা সরদারপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে আহসান হাবিব(২৮)সে মির্জাপুরের মৈশাল পাড়া এলাকায় শুশুর আবুল হোসেনের বাড়িতে থাকেন।অপরজন টাংঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর পশ্চিম পাড়া এলাকার মানিক মিয়ার ছেলে রতন মিয়া(২৬)।
এএসআই ইমরান হাসান বলেন,প্রতারক চক্রের সদস্যরা ফেইসবুকে ১৫০ সিসি পালসার মোটর বাইক ৬০ হাজার টাকায় বিক্রি করবে বলে একটি এ্যাড দেয় ।সেই ফেসবুকের এ্যাড দেখে বি-বাড়িয়া জেলা থেকে শাকিল নামের একটি যুবক ওই মোটর বাইক ক্রয় করার জন্য কালিয়াকৈর উপজেলার ঘরোয়া হোটেলের সামনে এসে ওই মোটর বাইক ক্রয় করার জন্য প্রতারক চক্রের হাতে নগদ ৬০ হাজার টাকা প্রদান করে।প্রতারক চক্রের সদস্যরা টাকা হাতে পেয়ে বলে বাইকের কাগজ বাড়িতে রেখে এসেছি।আপনার কোন লোক থাকলে আমাদের সাথে চলেন, তার কাছে কাগজ এবং মোটর বাইক দিয়ে দেব।
পরে তাদের কথায় বিশ্বাস করে শাকিলের সাথে আসা বন্ধু শাহজালালকে পাঠায়।প্রতারক চক্রের সদস্যরা মোটর বাইকে তাকে মাঝ খানে বসিয়ে মির্জাপুরের উদ্দ্যোশে রওনা দেয় ।পতিমধ্যে কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিটিকেলে সামনে পৌছালে মোটরবাইকে থাকা শাহজালালকে মারধর করে মোটর বাইক এবং নগদ ৬০হাজার নিয়ে প্রতারকরা পালিয়ে যায়।পরে এই বিষয়টি নিয়ে শাকিল ১৪.০৮.২০ইং কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তি প্রয়োগ,প্রতারক চক্রের মোবাইল ট্রেকিং করে তাদের গ্রেফতার করে।এঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরি বলেন, প্রতারনার দায়ে আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে গাজীপুর জেলা কারাঘরে প্রেরন করা হয়েছে।