প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ৪:৯
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় থেকে একটি বেসরকারি মার্কেটিং কোম্পানির বিপণন কর্মকর্তাসহ ২ জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।রোববার (২৩ আগস্ট) দুপুরের দিকে রামগড়ের যৌথ খামার এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা যায়।
এ ঘটনার পর সেখানে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছায়। স্থানীয় সূত্র মতে, ঘটনাটি ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করা হলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি,সেনাবাহিনী যৌথভাবে অপহৃতদের উদ্ধার করার জন্য অভিযান চলছে এরির্পোট লেখা পর্যন্ত অপহৃতদের কোন খরব পাওয়া যায়নি।