প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১৬:৫২
চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত বিভাগে রোগীর স্বজনের ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় চরফ্যাসন সদর থানা পুলিশ দুইজনকে আটক করেছেন।পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, শনিবার(২২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় হাসপাতাল সংলগ্ন মেডিনোভা ফার্মেসীর কর্মচারী ও রোগী ধরার দালাল আসলামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের জামালের ছেলে রিপন (২৮) ও আল-মদিনা ফার্মেসীর কর্মচারী ও রোগী ধরার দালাল চর-আফজাল ১ নং ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে তামিম মিলে হাসপাতালের ৪র্থ তলা থেকে ওই শিশুটিকে জোরপূর্বক মুখ চেপে ৫ম তলার নির্জন স্থানের ফ্লোরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এসময় ওই শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে লম্পট দুইজনকে আটক করে। পরে স্থানীয় দুই ফার্মেসীর মালিক মঞ্জু ও আব্দুর রবের নেতৃত্বে ২০ হাজার টাকায় রফাদফা করে ধর্ষণ চেষ্টাকারী তামিমকে ছেড়ে দেয় আর একজনকে আটক রাখে। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীরা জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাক্তার শোভন কুমার বসাককে অবগত করেন।