করোনাভাইরাস পরিস্থিতিতে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের ‘বৈষম্যমূলক’ আচরণ নিয়ে কাতরভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবির অবশেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রায়হান কবিরের বাবা শাহ আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রায়হানকে রিসিভ করেছি। ছেলে এখন আমার কাছে। কোনো সমস্যা নেই, সে সুস্থ ও ভালো আছে।
ছেলেকে ফিরে পেতে সাংবাদিকরা বেশি সহায়তা করেছেন এমনটা জানিয়ে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা।এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় রায়হান করিবকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ১১টা নাগাদ তাকে ঢাকাগামী মালয়েশি য়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়।