স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী হিমাচল পরিবহনের দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসটির উপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনা কবলিত বাসে থাকা ৭ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ২জন নিহত হন। আহত হয় চালক, হেলপারসহ আর ৫ যাত্রী। হাইওয়ে পুলিশ ইলিয়টগ ফাড়ির সার্জেন্ট (এসআই) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।