প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০:৫৪
বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৭ জুলাই ) সকাল ১০ টায়, বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে একটি র্র্যালী বের হয়। র্র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এসে শেষ হয়। র্র্যালী শেষে হিজলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও হিজলা উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়।
এরপর বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া মোনাজাত করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান(রিপন), সাংগঠনিক সম্পাদক কাজী আহসান হাবিব সহ স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।