প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ২২:৪৫
দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১১ঃ৩০ মিনিটে বাংলাহিলি বাজারস্থ ( অস্থায়ী) দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী,
পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম,পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ের সামনে এবং বাংলাহিলি বাজারে এমপি শিবলী সাদিক সহ স্থানীয় নেতারা নিজ হাতে মাস্ক বিতারণ করেন।