প্রকাশ: ২৩ জুন ২০২০, ২০:৫৭
বৈশ্বিক মহামারী ‘করোনা’ ভাইরাসে স্তব্দ হয়ে পড়েছে গোটা বিশ্ব। এর কোন প্রতিষেধক এখনো আবিস্কার হয়নি। তবে করোনা থেকে রক্ষা পেতে বিভিন্ন ওষুধ সেবনের পাশাপাশি শরীরচর্চা/ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে গ্রামগঞ্জের সেই সব ঐতিহ্যবাহী খেলাধুলায় মেতে উঠেছে দামাল ছেলেরা। যা বর্তমান প্রেক্ষাপটে হারাতে বসেছিল, এখন সেই সব খেলাগুলো শহর, গ্রাম সর্বত্রই চোখে পড়ে। প্রতিদিনই সকাল, দুপুর, বিকেল এমনকি বৃষ্টিতে ভিজেও যুবক, বয়স্ক, তরুনরা সেই পুরনো দিনের খেলায় মেতে উঠছে। মনে হয় যেন শৈশবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ‘করোনা’। তবে এক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।
কেননা মহামারী করোনা ভাইরাস ছোঁয়াছে রোগ। কোন পরিবারের সদস্য কিংবা কোন পরিবার করোনায় আক্রান্ত তা অনেকেই জানেন না। আবার চিকিৎসকদের মতে, করোনা ভাইরাস প্রতিনিয়ত তাদের রূপ পরিবর্তন করছে। তাই দলবদ্ধ হয়ে খেলাধুলার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে কোন ভাবেই চোখ নাক ও মুখে হাতের স্পর্শ করা যাবে না।