কালিয়াকৈরে কারখানা বন্ধ ঘোষনায় শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১১ই জুন ২০২০ ০৭:৪২ অপরাহ্ন
কালিয়াকৈরে কারখানা বন্ধ ঘোষনায় শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও)

গাজীপুরের কালিয়াকৈর বোর্ডমিল এলাকা ব্রীজ পোশাক কারখানার শ্রমিদের তিন মাসের বেতন ও ঈদবোনাস পরিশোধ না করে ওই কারখানা বৃহস্পতিবার দুপুওে পরে বন্ধ ঘোষনার নোটিশ দেওয়ায়  শ্রমিকরা বিক্ষোভ ও সিনাবহ আ লিক মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বেলে অবরোধ করে রাখেন শ্রমিকরা । পরে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়,গত ঈদের আগে কারখানা বন্ধ দিলে শ্রমিকরা বাড়ি চলে যান। ঈদের পরেও  কারখানা খোলা হয়নি। কিন্তু ওই কারখানার শ্রমিকরা প্রতিদিন কারখানার গেটের সামনে অবস্থান করে কাজে যোগদান ও পাওয়ানার জন্য। ২৬ ধারা শ্রমিক আইনে উল্লেখ আছে কোন কারখানা বন্ধ করলে শ্রমিকদের তিন মাসের পাওয়ানা ও ঈদবোনাস দিয়ে তারপর কারখানা বন্ধ করতে হবে। আইনকে তোয়াক্কা না করে বৃহস্পতিবার দুপুরে কারখানা বন্ধ ঘোষনা করে দিলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে এসময় শ্রমিকরা সিনাবহ আ লিক সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ যেয়ে শ্রমিকদের সাথে  কথা বলে রাস্থা খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

নাম বলতে অনইচ্ছুক শ্রমিক জানান, শ্রমিক আইনে উল্লেক আছে কোন কারখানা বন্ধ করে দিলে ওই কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন ও ঈদবোনাস সহ দিয়ে দিতে হবে। কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোন পাওয়ানা নাদিয়ে দুপুরে কারখানা বন্ধ করে দিয়েছে। পরে আমরা কারখানার সামনে অবস্থান করতেছি।

ওই কারখানার কোয়ালিটি ম্যানেজার সোহেল রানা জানান, আমি কিছু বলতে পারবো না, কর্তৃপক্ষ সব জানে।
গাজীপুর-২শিল্প পুলিশের (ওসি) মোঃ রেজাউল করিম রেজা জানান, সাত বছর আগে জালাল টেক্সটাইল এর নিকট থেকে ভাড়া নেন। পরে ব্রীজ পোশাক কারখানা নাম দিয়ে সেখানে ব্যবসা করেন ওই কম্পানি। গত ঈদে কারখানা বন্ধদের পর কর্তৃপক্ষ আর চালু করে নাই তাই শ্রমিদের পাওয়ানার জন্য কারখনার সামনে একত্রি হয়েছে। তবে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের অর্ধেক পাওয়া পরিশোধ করতে চায় কিন্তু শ্রমিকরা তা মানছেন না।