৫ হাজার পরিবারের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ উপহার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সংসদীয় এলাকা ঢাকা- ১২ , আসনে পাঁচ হাজার নিম্নবিত্ত, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ শুরু করেছেন। বুধবার রাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হবে এসব উপহার সামগ্রী; যাতে কোনো জনসমাগম সৃষ্টি না হয় এবং অসহায় পরিবারের কাছে পৌঁছানো যায়।
জানা গেছে, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরে বাংলা নগর ও হাতিরঝিল এলাকায় অবস্থিত গরিব পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
যে খাদ্য সামগ্রী প্যাকেটে দেয়া হয়েছে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও সেমাই।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।