পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর ব্যক্তিগত তহবিল থেকে আট হাজার পাঁচশত ইফতারীর প্যাকেট বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে উপজেলা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার সাড়ে তিনশত মসজিদের সাতশত ইমাম ও মুয়াজ্জিনদেরকে ইফতারীর প্যাকেট বিতরণ করেন।
এ সময় উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ৩নং কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমরাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সামসুদ্দাহা চাঁনসহ অনেকে। প্রত্যেকটি মসজিদে দেশ ও মানুষের জন্য দোয়া করা হয়।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।