সরাইলে করোনাকালে প্রশংসায় ভাসছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ১২ই মে ২০২০ ১১:২৪ পূর্বাহ্ন
সরাইলে করোনাকালে প্রশংসায় ভাসছে প্রশাসন

করোনাভাইরাস সংক্রমণরোধে ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলাবাসীর মধ্যে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন সরাইল কর্মরত প্রশাসনের কর্মকর্তারা।উপজেলাবাসীকে খাদ্যসামগ্রী সহায়তা, স্বাস্থ্যসুরক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ ও সরকারি ত্রাণে সুষ্ঠু বণ্টনসহ সরাইল উপজেলা নির্বাহী অফিসারও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এ এস এম মোসা’র নেতৃত্বে ৯ টি ইউনিয়নে সকল ঐক্যবদ্ধ করে করোনা পরিস্থিতিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, বাজারমূল্য নিয়ন্ত্রণ, আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছানো, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, লকডাউন সফল করতে দিনরাত কাজ করে চলেছেন। পাশাপাশি মহামারি করোনা যুদ্ধেও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।

করোনাভাইরাস সংক্রমণরোধে তাদের নেতৃত্বে উপজেলা, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কার্যক্রমে প্রশংসিত হয়ে উঠছেন উপজেলাবাসীর কাছে। “ভয় পাবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, টেনশন কইরেন না, সাহস রাখেন, যে আল্লাহ রোগ দেন, সেই আল্লাহই ভাল করেন” বলেছিলেন ইউএনও করোনায় আক্রান্ত শামীমা আক্তারকে। সেইদিনের সাহসী- মনোবলের মন্তব্য নিশ্চয় শামীমা আক্রারকে উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছিল।

গতকাল রাত সাতটায় সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা ক জানান, পর পর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ায় শনিবার বিকালে শামীমা আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশন বক্ষব্যাধি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।তিনি বলেন, ইনশাআল্লাহ্ আমরা এখন থেকে করোনা মুক্ত।

ইনিউজ ৭১/ জি.হা