প্রকাশ: ১১ মে ২০২০, ২০:২৫
করোনা মোকাবিলায় চারদিক থেকে ব্যর্থ হয়েছে সরকার। এই ব্যর্থতায় সাংবাদিক মারা যাচ্ছে, চিকিৎসক মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে। করোনায় মৃত্যুর সব দায় সরকারের।রোববার (১১ মে) গাজীপুর মহানগর বিএনপির টঙ্গী পূর্ব থানা শাখার ত্রাণবিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।তিনি বলেন, যখন চীনে করোনায় মহামারি শুরু হলো, তখন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। যদি প্রথম থেকে তারা পদক্ষেপ নিতো তাহলে আজ লাশের সারি দীর্ঘ হতো না, এতো মানুষ মারা যেত না।
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, যে সময় বাংলাদেশে করোনা সামাল দেওয়ার যথেষ্ট সময় ছিল, তখন আপনারা করেননি। চীনে যখন গণসংক্রমণ শুরু হলো তখন আপনারা লকডাউন, শার্টডাউন ইত্যাদি পদক্ষেপ নিলে আজ বাংলাদেশে গণসংক্রমণ শুরু হতো না।