ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতি কম হবে বাংলাদেশের
সুপার সাইক্লোন আম্পান বুধবার (২০ মে) ভারতীয় সময় দুপুর আড়াইটার দিকে পশ্চিম্ববঙ্গের দিঘায় আঘাত হেনেছে। কলকাতার আলিপুর আবহাওয়া দফতর জানায়, ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিমি বেগে ঝড়ে লন্ডভন্ড হয় দিঘা উপকূল। এছাড়া পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও চলছে আম্পানের দাপট।এদিকে ঘূর্ণিঝড় আম্পানের মূল অংশ ভারতের উপকূলে আঘাত হানায় বাংলাদেশের ক্ষয়ক্ষতি কম হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবীদরা।
তারা জানান, আম্পানের মূল অংশ, অর্থাৎ চোখ পশ্চিমবঙ্গ দিয়ে অতিক্রম করছে। এটি এখন সাতক্ষীরার খুব কাছাকাছি জায়গায় আছে। ফলে সাতক্ষীরাসহ আশপাশের এলাকাগুলোতে এখন ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে।
এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের মহাপরিচালক সামসুদ্দিন আহমেদ জানান, ঝড়টি এরইমধ্যে উপকূল অতিক্রম করেছে। এটি এখন ধীরে ধীরে দুর্বল হবে। ইতোমধ্যে উপকূলের নিচু এলাকা ৫-৬ ফুট পানি এসে প্লাবিত হয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হবে প্রায় সারারাতই। এতে পানির উচ্চতাও বাড়বে। ঝড়ো বাতাসের গতিও একেবারে কম থাকবে না।
তিনি আরও বলেন, আম্পানের মূল অংশ ভারতে আঘাত হানায় আমাদের এখানে ক্ষতি কম হবে বলে আশা করছি। তবে আম্পানের প্রভাবে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার বৈরী আবহাওয়া বিরাজ করবে প্রায় সারাদেশেই। এ কারণে আগামীকাল সকাল পর্যন্ত মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রামে ৯ নম্বর বিপদ সংকেত থাকবে। সকালে পরিস্থিতি ভালো হলে, ঝড় নিম্নচাপে পরিণত হলে আমরা এ সংকেত নামিয়ে নেব।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।