করোনাভাইরাসের লকডাউন সরকারিভাবে কিছু কিছু শিথিল করা হয়েছেঃ শাজহান খান এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১লা মে ২০২০ ০৪:০৯ অপরাহ্ন
করোনাভাইরাসের লকডাউন সরকারিভাবে কিছু কিছু শিথিল করা হয়েছেঃ শাজহান খান এমপি

করোনাভাইরাসের লক ডাউন সরকারিভাবে কিছু কিছু শিথিল করা হয়েছে , গার্মেন্টস, যারা ধান কাটার জন্য যাচ্ছে তাদের বাসের ব্যবস্থা করা হয়েছে, শহরে ইফতারের ব্যাপারে কিছু কিছু দোকান খোলা রাখা হচ্ছে। এতে যেন করোনা আরও ভয়াভয় রুপ ধারন না করে তাই এরজন্য সরকার যেটুকু শিথিল করেছে সেইটুকুই যেন মানি। শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে বাহেরান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজহান খান এমপি একথা বলেন।

তিনি আরও বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরন করি এতে আমরা করোনাভাইরাস থেকে দুরে থাকতে পাররে পারবো। আমাদের পরিবার ও স্বাস্থ্য ভাল থাকবে।

মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান ও সদর উপজেলার যুবলীগের যুগ্ম আহব্বায়ক ও সমাজ সেবক খলিলুর রহমান দর্জির যৌথ উদ্যোগে ঘটমাঝি ইউনিয়নে ৮শত পরিবারকে চালসহ রমাজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, স্থানীয় ইউনিয়নের ইউপি সদস্যসহ মাদারীপুুরের মৈত্রী মিডিয়ার সভাপতি এবং জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।