প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ২৩:৫৪
সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২ সদস্যরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজারের রাজশাহী টু ঢাকা হাইওয়ে মহাসড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামের মৃত শাহীন আলীর ছেলে রমজান (২০), ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গ থানার চরধোপিল গ্রামের ওমেদ আলীর ছেলে সবুজ শেখ (২১) র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হতে ০১ টি বিপুল পরিমান ইয়াবার চালন রাজশাহীর উদ্দেশ্যে আসছে। এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এ সময়ে রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩,২৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয় এবং মাদক কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল, ০৩ টি সিম, ও নগদ ৩,২০০ টাকা উদ্ধার করা হয় এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।