টাঙ্গাইলের ভূঞাপুরে গত ২৪ ঘন্টায় বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত নতুন করে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া আক্রান্তের মধ্যে ভূঞাপুরে ২, নাগরপুরে ও মির্জাপুরে মোট ৪ জন সুস্থ হয়েছেন। আর ঘাটাইলে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
জানা যায়, ভূঞাপুরে একটি ওয়ার্কশপ কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। সে উপজেলার অলোয়া ইউনিয়নের চরনিকলা গ্রামের বাসিন্দা। এরআগে আক্রান্ত ব্যক্তির ৩ বার নমুনা পরীক্ষা করা হয়। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জন। এদের মধ্যে জিগাতলা গ্রামের একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে ফিরেছেন।
বুধবার (২৯ এপ্রিল) আক্রান্ত ব্যক্তির বাড়িসহ ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন জানান, আক্রান্ত ব্যক্তি গাজীপুরে একটি ওয়ার্কশপে কাজ করতো। গত (৩ এপ্রিল) গ্রামের বাড়ি চরনিকলাতে আসে। এরপরই উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ফলাফল নেগেটিভ আসে।
এছাড়াও কয়েকদিন পর টাঙ্গাইল থেকে পুণরায় তার নমুনা পরীক্ষা করা হলে সেখানেও নেগেটিভ আসে। কিন্তু তখন অসুস্থ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এরপর ঢাকা থেকে এসে ওই রোগী সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনায় পজেটিভ ধরা পড়ে।তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।