প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ৪:৩০
টাঙ্গাইলের ভূঞাপুরে গত ২৪ ঘন্টায় বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত নতুন করে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া আক্রান্তের মধ্যে ভূঞাপুরে ২, নাগরপুরে ও মির্জাপুরে মোট ৪ জন সুস্থ হয়েছেন। আর ঘাটাইলে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এছাড়াও কয়েকদিন পর টাঙ্গাইল থেকে পুণরায় তার নমুনা পরীক্ষা করা হলে সেখানেও নেগেটিভ আসে। কিন্তু তখন অসুস্থ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এরপর ঢাকা থেকে এসে ওই রোগী সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনায় পজেটিভ ধরা পড়ে।তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।