ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার গোল্লা নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালক নিহত , তিন জন আহত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে মহাসড়কের উপজেলার গোল্লা নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী (৩০) ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বাসিন্দা।
টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের গোল্লা নামক স্থানে দাড়াঁনো একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) পিছন থেকে ধাক্কা দিলে সংঘর্ষে ঘটনাস্থলেই চালক নিহত হয়। এ সময় ট্রাকের হেলপার মো. নাইম, যাত্রী মোছা. জান্নাতুল ও মো. ফারুক আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।