২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এনজিও কর্মকর্তা ধরা

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: বুধবার ১৮ই মার্চ ২০২০ ০৮:৪৪ অপরাহ্ন
২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এনজিও কর্মকর্তা ধরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রাম সম্পদ উন্নয়ন নামের এক এনজিও’র মালিককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে  গ্রাহকের ২০ লাখ টাকা আত্মসাধ করার অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে পুলিশ ওই এনজিও মালিক মিজানুর রহমানকে  (৪০) জেল হাজতে প্রেরণ করেছেন। ওই এনজিওর মালিক মিজানুর রহমান গোপালগঞ্জ জেলার মুকছেদপুর উপজেলার  গোপালপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। 

পুলিশ ও গ্রাহকরা জানান, মিজানুর রহমান তার লোকজন নিয়ে জানুয়ারী মাসে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় গ্রাম সম্পদ উন্নয়ন নামের এক এনজিও’র অফিস খোলে  এলাকার প্রায় ১হাজার ৬শত সদস্য সংগ্রহ করে। প্রত্যেক সদস্যকে সেলাই মেশিন  দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১ থেকে দেড় হাজার টাকা  স য় সংগ্রহ করেন। গত দুই মাসে ওই অফিসের অন্যান্য কর্মচারীদের মাসিক বেতন পরিশোধের সময়ের আগেই ১৬শ সদস্য ও অফিসের কর্মচারীদের প্রায় ২০লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা দিয়ে করে পালিয়ে যায়। এতে ওই এনজিও’র সদস্যরা হতাশাগ্রস্থ হয়ে পড়ে। পরে এঘটনায় ওই এনজিও’র কর্মচারী সুজন মিয়া বাদী হয়ে মিজানুরকে আসামী করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিকে পুলিশের মিজানের সন্ধান  পেয়ে কৌশলে  গ্রেপ্তার করেন।

ওই এনজিওর গ্রাহক আয়শা শাহিদা, রাজিয়া, আলী, নাজমা আক্তার, শ্উিলী জানান, আমাদের সেলাই মেশিন দিয়ে প্রশিক্ষণ দিবে এই বলে কারোর কাছ থেকে দুই হাজার টাকা করে নেয়। দুইমাস যেতে না যেতেই অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় এনজিও মালিক মিজানুর রহমান। আমরা আমাদের টাকা ফেরত চাওয়ার জন্য সহ ধিক গ্রাহক থানায় হাজির হই।

এব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার জানান, এঘনায় এনজিও কর্মীকরা থানায় অভিযোগ দিলে তাদের সহযোগীতায় মিজানকে  গ্রেপ্তার করা হয়েছে। সদস্যরা যাতে তাদের টাকা ফেরত পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।  এসব প্রতারকদের কোন প্রকার ছাড় দেওয়ার সুযোগনেই। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব