পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের বিশেষ সতর্কতা জারি করেছেন। বুধবার রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
আইজিপি বাহারুল আলম জানান, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় সীমান্ত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ যেন কোনোভাবেই প্রভাবিত না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারির কথা বলেন তিনি।
তিনি স্পষ্ট করে বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ ক্লাবের সভাপতি ও পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি তার বক্তব্যে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন এবং শ্যুটিং প্রতিযোগিতার মতো প্রশিক্ষণ কর্মসূচিকে স্বাগত জানান।
বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এ সময়। আইজিপি বলেন, শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।
সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সাথে সমন্বয় বাড়ানোর কথাও বলা হয় এ সময়। আইজিপি জানান, স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রেখে সম্ভাব্য ঝুঁকি নিরসনের চেষ্টা চলছে।
অনুষ্ঠানের শেষে শ্যুটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আইজিপি এ সময় পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।