স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন দলীয় নেতাকর্মীরা ও নিরীহ জনগণ। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে ৬ হাজার ২০২টি মামলা দায়ের করা হয়। সম্প্রতি এসব মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ের একটি কমিটি সুপারিশ করেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গঠিত কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়ের কমিটির কাছ থেকে প্রাপ্ত ৬ হাজার ২৯৫টি মামলা পরীক্ষা-নিরীক্ষা করে এর মধ্যে ৬ হাজার ২০২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেছে। সরকারের এ উদ্যোগ চলমান থাকবে এবং নিরীহ ব্যক্তিদের এসব মামলা থেকে মুক্তি দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিগত সরকারের ১৬ বছরব্যাপী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়, যা মূলত রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে ছিল। এসব মামলার মধ্যে বেশিরভাগই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এখন পর্যন্ত মাঠ পর্যায়ের কমিটির যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় কমিটিতে মামলাগুলো পাঠানো হয়েছে। কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে ৮টি সভা করেছে এবং আদালতের আইন অনুযায়ী এই মামলাগুলোর প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া অবলম্বন করছে।
প্রত্যাহারের প্রস্তাবপত্রগুলো বিচার-বিশ্লেষণ শেষে প্রকৃত নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এতে করে নিরীহ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা হয়রানি থেকে মুক্তি পাবেন।
এ উদ্যোগের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় কমিটি এবং জেলা পর্যায়ের কমিটির কাজ চলছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রম চলমান থাকবে এবং এসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।