বেলা ১১.৪৫ ঘটিকায় মহাখালি থেকে ছেড়ে আসা টাংগাইলগামী একটি বাস ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উত্তরাস্থ পশ্চিম থানাধীন বি এন এস টাওয়ারের সামনে একটি মটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহি মারা যান এবং তার সহযোগিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এবং ঘাতক বাসটিসহ চালককে আটক করা হয়।
নিহত মোটর সাইকেল আরোহির নাম মোঃ রাসেল (২৪), পিতা: মোঃ রফিকুল ভূইয়া, থানা: গৌড়িপুর, জেলা: কুমিল্লা। মোটর সাইকেল আরোহির সহযোগি জাহিদ কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মোটর সাইকেল –ঢাকা মেট্র ল-৩৬-৫৪৬১। আটককৃত বাস কুষ্টিয়া –ব-১১-০০৪১। আটককৃত বাস ড্রাইভার রবিউল ইসলাম, পিতা অজ্ঞাত, থানা: ভূয়াপুর, জেলা: টাংগাইল।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।