বরিশালের আগৈলঝাড়ায় এলজিইডি’র অর্থায়নে ৩কোটি ৩২লাখ টাকা ব্যায়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া থেকে কোদালধোয়া হয়ে রামশীল রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন।
উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, স্থানীয় কয়েক হাজার জনগনের সুবিধার্থে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া থেকে কোদালধোয়া হয়ে গোপালগঞ্জ জেলার সীমানা রামশীল পর্যন্ত ৩কোটি ৩২লাখ টাকা ব্যায়ে শরীফ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে।
সড়ক পাকা করণ কাজের উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমেশ অধিকারী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, সাবেক অধ্যাপক অপূর্ব লাল হালদারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।পরে বাকাল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ইসমাইল হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।