নভেল করোনাভাইরাস (কডিভ-১৯) প্রতিরোধে সৌদি আরবের মক্কা শহরের পবিত্র কাবা শরীফে চলছে বিশেষ পরিচ্ছন্ন অভিযান। বিদেশিরা তো নয়ই; স্থানীয় নাগরিকদের প্রবেশের ওপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির স্টেট নিউজ এজেন্সি জানিয়েছে, মক্কা এবং মদিনায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা শুরু হয়েছে বুধবার থেকে।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর সৌদি আরব বিদেশিদের ওমরাহ পালনে আগেই কড়াকড়ি আরোপ করে। এতদিন স্থানীয়রা শুধু সুযোগ পাচ্ছিলেন। এখন সেটাও বন্ধ করে দেওয়া হল। প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত বিরতিতে মক্কা-মদিনার প্রার্থনার স্থানগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
হজের পর ওমরাহকে মুসলমানদের প্রধান ধর্মীয় গুরুত্বপূর্ণ কাজ বলে দেখা হয়। যদিও হজের অনেক অনুষঙ্গ এখানে রয়েছে, তবে এটি কিছুটা সংক্ষিপ্ত হয়ে থাকে। মক্কা এবং মদিনা হচ্ছে ইসলামের অনুসারীদের কাছে সবচেয়ে পবিত্র দুটি স্থান। ইসলামের নবী মুহাম্মদের জন্ম মক্কা নগরীতে। আর তার কবর মদিনা শহরে। তাই মদিনায়ও প্রচুর মুসলমান ভ্রমণ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।