সিরাজগঞ্জে সলঙ্গায় পিকআপ ভ্যানের সঙ্গে ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় জানা যায়নি।হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান,
ঢাকা থেকে একটি পিকআপ ভ্যান পাবনা যাচ্ছিল। গোজা ব্রিজ এলাকায় আসার পর হাটিকুমরুল মাছের আড়তগামী একটি নসিমনের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহতদের এবং দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।