শক্তিশালী অ্যাটাক কপ্টার কেনা হবে সেনাবাহিনীর জন্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩রা মার্চ ২০২০ ০৯:২৬ অপরাহ্ন
 শক্তিশালী অ্যাটাক কপ্টার কেনা হবে সেনাবাহিনীর জন্য

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীর ভিশন-২০৩০ অনুযায়ী বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার কেনা হবে। এ নিয়ে সেনাবাহিনী ও বিমানবাহিনী কাজ করছে। গতকাল সোমবার দুপুরে লালমনিরহাট বিমানবন্দর লাগোয়া সেনানিবাসে ‘আর্মি এভিয়েশন গ্রুপের’ একটি স্কুলের অবকাঠামো উদ্বোধনের সময় সেনাপ্রধান এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, যুদ্ধকালীন আর্মি এভিয়েশন গ্রুপের অনেক দায়িত্ব পালন করতে হয়। ফলে তাদের ভালো প্রশিক্ষণ দরকার।

এদিকে বেশি প্রশিক্ষণ সুবিধা দিতে সেনাবাহিনীর এভিয়েশন স্কুলকে ঢাকার তেজগাঁও থেকে লালমনিরহাটে স্থানান্তরিত করা হয়েছে। এর পাশাপাশি সেখানে রাতে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এমন একটি হেলিপ্যাডেরও উদ্বোধন হয়েছে। এসবের পাশাপাশি এভিয়েশন অফিসার্স মেস ও এসএম ব্যারাক এবং  মিলিটারি ফার্মে একটি মিল্কিং পার্লারের উদ্বোধন করেন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনীর একাধিক হেলিকপ্টার ও বিমান আকাশে মহড়ার পাশাপাশি উদ্বোধনস্থলে ফুল ছিটিয়ে উড়ে যায়।