ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কে'র বাড়িউড়া বাজারের বিলী ব্রীজের পুর্ব পাশে খালের উপর নির্মিত পাকা ফিলার ঘুড়িয়ে সরকারি জায়গা দখল মুক্ত করলেন এসি ল্যান্ড ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা নোয়াগাঁ ইউনিয়নের বাড়িউড়া বাজারে খালের উপর সরকারি জায়গার দখল করে পাকা আরসিসি ফিলার করে অবৈধভাবে সরকারি জায়গার দখল করা পাকা ফিলার ঘুড়িয়ে দিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সরাইল উপজেলা এসি ল্যান্ড ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা, বাজার কমিটির পরিচালকগণ সহ সরাইল থানা আইনশৃঙ্খলা বাহিনী।
সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা বলেন, সরকারি জায়গায় অবৈধ ভাবে স্থাপনা করার আগে প্রাথমিক ভাবে নিষেধ করা হয়েছিল। নিষেধ অমান্য করে অবৈধ ভাবে কাজ করায় সরেজমিনে থেকে সরকারি জায়গার উদ্ধার করা হলো। তিনি আরো বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।