স্পিকারের দিল্লি সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১লা মার্চ ২০২০ ১০:৪৩ অপরাহ্ন
স্পিকারের দিল্লি সফর স্থগিত

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর ভারত সফর স্থগিত হয়েছে। দেশটির লোকসভার আমন্ত্রণে স্পিকারের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দলের এ সফরে যাওয়ার কথা ছিল। জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

মুজিববর্ষ উপলক্ষে চলতি মাসের ২২ ও ২৩ তারিখ সংসদে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশন নিয়ে ব্যস্ততা থাকায় স্পিকারের ভারত সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

 ভারত সফরের প্রতিনিধি দলে স্পিকার শিরিন শারমিন ছাড়াও সংসদের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের সচিব এবং সংসদের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম রয়েছে বলে জানান নুর ই আলম চৌধুরী। 

তিনি আরও বলেন, পরবর্তীতে সুযোগ হলে সফরের উদ্যোগ নেওয়া হবে। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব