হিথ্রো বিমানবন্দর বন্ধ: বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডে যাত্রীদের অসুবিধা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২১শে মার্চ ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন
হিথ্রো বিমানবন্দর বন্ধ: বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডে যাত্রীদের অসুবিধা

যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর হিথ্রো শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  


হিথ্রো বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা বিবেচনায় বিমানবন্দরটি শুক্রবার রাত ৯:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।  


হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, তবে কখন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে, তা নিয়ে নিশ্চিত নন তারা। তিনি বলেন, “কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।”  


এই অগ্নিকাণ্ডের ফলে পশ্চিম লন্ডনের হেইস এলাকায় হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশপাশের বাড়ি থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, আগুন নেভানোর জন্য দশটি দমকল ইঞ্জিন এবং প্রায় ৭০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।  


হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন প্রায় ১৩০০টি ফ্লাইট এখানে অবতরণ ও টেক-অফ করে। গত বছর রেকর্ড ৮ কোটি ৩৯ লাখ যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। এই ঘটনায় হিথ্রো বিমানবন্দরের যাত্রীসেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক অসুবিধা তৈরি হয়েছে।  


বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, বিমানবন্দর পুনরায় চালু না হওয়া পর্যন্ত তারা যেন এখানে না আসেন।  


এই ঘটনায় লন্ডনের স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রাও ব্যাহত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দৈনন্দিন কাজকর্মে বাধার সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।