দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক নারীর নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত নারীর নাম তাহেরা বেগম। তার বাড়ি বোয়ালখালীর ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙগুরা বাজার এলাকায়।
মোস্তাফিজুর রহমান বলেন, দুই নাতিকে নিয়ে ওই নারী দোহাজারী যাওয়ার জন্য ট্রেনে ওঠেন। এরপর দোকান থেকে কিছু কেনার জন্য তিনি ট্রেন থেকে নামেন। এসময় ৯ নম্বর প্ল্যাটফর্মে থাকা ট্রেনটি লাইন পরিবর্তন করে ৭ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিল।
ট্রেনটি ছেড়ে দিয়েছে ভেবে তাহেরা বেগম দ্রুত উঠতে গিয়ে রেললাইনের ওপর পড়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।