প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১১:৩৭
গাজা ও পশ্চিম তীরের ওপর ইসরায়েলের একের পর এক হামলার বিরুদ্ধে প্রতিবাদে ফিলিস্তিনিরা ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার (৭ এপ্রিল) ধর্মঘটের ফলে পশ্চিম তীরের দোকানপাট, বিদ্যালয় এবং প্রশাসনিক ভবনগুলো বন্ধ ছিল। একইভাবে, পূর্ব জেরুজালেমের সালাহেদ্দিন সড়কও ছিল খালি। এই ধর্মঘটের মাধ্যমে ফিলিস্তিনিরা তাদের ওপর চলমান জাতিগত নিধন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছে। ফাতাহ, হামাসসহ ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠনগুলোর জোট এই ধর্মঘটের ডাক দিয়েছে। তারা ইসরায়েলের হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবং আন্তর্জাতিক সমাজের কাছে তাদের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরতে চায়।