মালয়েশিয়ায় অবৈধ প্রবেশের চেষ্টায় ৫১ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২১শে মার্চ ২০২৫ ০৪:২৬ অপরাহ্ন
মালয়েশিয়ায় অবৈধ প্রবেশের চেষ্টায় ৫১ বাংলাদেশি আটক

**মালয়েশিয়ায় অবৈধ প্রবেশের চেষ্টায় ৫১ বাংলাদেশি আটক**  


মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। বৃহস্পতিবার স্থানীয় সময়ে বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে তাদের আটক করা হয়। একেপিএস জানিয়েছে, আটক বাংলাদেশিরা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।  


শুক্রবার একেপিএসের বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের আগমন হলে ৬৭ বিদেশিকে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ৫১ জন বাংলাদেশিকে বিভিন্ন অপরাধে জড়িত বলে শনাক্ত করা হয়েছে। তাদের অপারেশন অফিসে নিয়ে তদন্ত চালানো হয়। তদন্তে দেখা গেছে, তারা ভুয়া হোটেল বুকিং নথি ব্যবহার করেছে এবং অভিবাসন চেক এড়ানোর চেষ্টা করেছে।  


একেপিএস জানায়, আটক বাংলাদেশিরা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। তাদের কাছে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ছিল না এবং তারা তাদের অবস্থানের স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছে। কিছু ব্যক্তি স্বীকার করেছেন, তারা মালয়েশিয়ায় কাজের জন্য এসেছেন।  


বিবৃতিতে আরও বলা হয়েছে, ভুয়া নথিপত্র ব্যবহার এবং আইন লঙ্ঘনের কারণে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আটক বাংলাদেশিদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।  


এই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বিদেশে প্রবেশের চেষ্টা আবারও আলোচনায় এসেছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ সতর্কতা জারি করে বলেছে, যেকোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  


একেপিএসের এই পদক্ষেপ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন রোধে তাদের কঠোর নীতির প্রতিফলন। বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়া উচিত। অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে শাস্তি ও ফেরত পাঠানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়।  


এই ঘটনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অভিবাসন নিয়ে আলোচনা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় দেশের কর্তৃপক্ষ অবৈধ অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।