ধর্মীয় চর্চা করা, পবিত্র কোরআনের জ্ঞান থাকা মুসলমানের জন্য ফরজ: ওসি সাহাদাত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২২শে ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪৬ অপরাহ্ন
ধর্মীয় চর্চা করা, পবিত্র কোরআনের জ্ঞান থাকা মুসলমানের জন্য ফরজ: ওসি সাহাদাত

সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো বলেছেন বতর্মান সমাজে মুসলমানদের বহু মতবাদের অনুসারী থাকতে পারে, আমি কোন মতবাদে নাই। আমি বিশ্বাস করি আল্লাহ সৃষ্টিকর্তা নবীজী আল্লাহ'র রাসুল এর অনুসরণে কোরআন হাদীসের মতে চলার চেষ্টা করি। আমি কোন মাদ্রাসায় না ইংরেজী শিক্ষায় লেখা পড়া করেছি।

অনেকে মনে করেন কোরআন হাদীস নিয়ে চর্চা করি কথা বলি, তাই বলে আমি কারো দেখানো দলের অন্তরভুক্ত নই। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আমি মুসলমান আল্লাহ - রাসুলের দেখানো পথে চলার চেষ্টা করি। আমাদের ধর্মীয় নেতি অনুসারে কোরআন ও হাদীসের চর্চা বা জ্ঞান থাকা প্রত্যেকটি মুসলমানদের জন্য ফরজ। (২১ ফেব্রুয়ারি ) শুক্রবার উপজেলার কেন্দ্রীয় শাহী জামে মজসিদে পবিত্র জুম্মার নামাজে অংশগ্রহণ করে খুদবার ও নামাজের পরে মুসল্লিদের উপস্থিতে এ কথা গুলি বলেন ওসি সাহাদাত।

সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা আমান উল্লাহ'র ঈমামতিতে জুম্মা নামাজের পর সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি আবু বক্কর সিদ্দিক রকেট মেম্বার হত্যার মামলার অযুক্তিক লেখালেখি না কারার অনুরোধ করে বলেন, ফেসবুকে লেখালেখি,মিটিং মিছিল করে হত্যা মামলা থেকে কাউকে রেহাই করা কাউকে হত্যা মামলায় টুকাই দেওয়ার সুযোগ নেই। আইন আইনের গতিতে চলবে পরিবেশকে নষ্ট করবেন না।

তিনি এ সময় বলেন, আপনারা ধৈর্য ধারণ করুন রকেট মেম্বার হত্যার এজাহারভুক্ত আসামি কয়েক জন গ্রেফতার হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে করে আইনের মাধ্যমে বিচার হবে ইনশাল্লাহ, সরাইলের মানুষ দেখতে পারবেন। পরিশেষে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো গুম-খুন-সন্ত্রাস- দাঙ্গা-হাঙ্গামা, মাদক, জুয়া প্রতিরোধ করতে ধর্মপ্রাণ মুসলমানগনকে একযোগে পুলিশের সাথে কাজ করার আহবান জানান। 
ইনিউজ ৭১/এম.আর