ডিএমপির মাতৃভাষা দিবসের ব্যানারে বীর শ্রেষ্ঠদের ছবি!
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ব্যানারের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে ১৯৫২ সালের ভাষা শহীদদের পরিবর্তে মহান একাত্তরের শহীদ সাত বীরশ্রেষ্ঠর ছবি ব্যবহার করা হয়েছে। তবে পরবর্তীতে সমালোচনার মুখে ব্যানারটি সরিয়েও নেওয়া হয়। জানা গেছে, রাজধানীর রমনা জোন এলাকায় ভুল ছবি ব্যবহার করে ব্যানারটি কীভাবে টাঙানো হয়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওই ব্যানারটির ওপরে লেখা আছে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০। তার নিচে স্বাধীনতা যুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠর ছবি। আর ছবির নিচে লেখা- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তার নিচে ব্লক অক্ষরে লেখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ব্যানারের ওপরের ডান কোণে মুজিববর্ষের লোগো এবং বাম পাশে ওপরে ও নিচে ডিএমপির দুটি লোগো ছিল।
এই বিষয় নিয়ে ফেসবুকে যাবেদ কায়সার নামে একজন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলা ভাষার জন্য কারা প্রাণ দিয়েছেন, তা-ই জানে না রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করতে চাই, এই ছবিটা ফটোশপ করা, এত বড় বোকামি হজম হচ্ছে না! ইন্টারনেট থেকে পাওয়া ছবিটি!’ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এই ব্যানারটি টাঙানো হয়েছিল সেটি সত্য। তবে পরে সরিয়ে ফেলা হয়েছে। এটি এখন আর নেই।
এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘এই ভুল ব্যানার টাঙানো হয়েছিল, তবে সেটি সরিয়েও ফেলা হয়েছে। কীভাবে এই ব্যানারটি তৈরি করা বা টাঙানো হয়েছিল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।