
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ৫:৩

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ শতাংশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি পড়তে পারছে না। গত বছর বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদনে এই সংখ্যা ছিল ৬৫ শতাংশ। সরকার ওই প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নিয়ে ইতিবাচক ফল পেয়েছে। সচিব বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই সংখ্যা আমরা শতভাগে উন্নীত করতে চাই। ২০২০ সালের মধ্যে সব শিশু বাংলা ও ইংরেজি পড়তে পারবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব