পরিচ্ছন্ন সমাজ গড়তে রাঙ্গাবালীতে বিডি ক্লিনের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
এম সোহেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২৫ ০৬:২২ অপরাহ্ন
পরিচ্ছন্ন সমাজ গড়তে রাঙ্গাবালীতে বিডি ক্লিনের সম্মেলন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ স্লোগানে শুক্রবার সকালে রাঙ্গাবালী সরকারি কলেজ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিডি ক্লিনের শতাধিক সদস্য অংশ নেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ার শপথ গ্রহণ করেন।  


পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিডি ক্লিনের ভূমিকা নিয়ে আলোচনা করতে আয়োজিত সভায় বক্তারা জানান, সংগঠনটি নিরলসভাবে অপরিচ্ছন্নতা দূর করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে। বিশেষত রাঙ্গাবালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তারা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ-শ্যামল সমাজ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডি ক্লিনের উপপ্রধান সমন্বয়ক মো. মাসুদুর রহমান। তিনি বলেন, “পরিবেশ দূষণ রোধ এবং জনগণের মাঝে সচেতনতা তৈরি করতে আমাদের সদস্যরা একযোগে কাজ করে যাচ্ছে। আমাদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।”  


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক এম সোহেল। বক্তারা বিডি ক্লিনের সদস্যদের কাজের প্রশংসা করেন এবং তাদের কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানান।  


বিডি ক্লিনের পটুয়াখালী জেলার অতিরিক্ত সমন্বয়ক মাহবুব মোর্শেদ জয় বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের সংগঠনের সদস্যরা আন্তরিকভাবে কাজ করছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা নতুন পরিকল্পনা এবং কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।”  


সম্মেলনের সভাপতিত্ব করেন বিডি ক্লিনের রাঙ্গাবালী উপজেলা সমন্বয়ক মো. ইউসুফ আলী সিরাজুল। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। নতুন সদস্যদের এই সম্মেলনে অংশগ্রহণ আমাদের জন্য অনুপ্রেরণার।”  


বক্তারা পরিবেশ দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং অপরিচ্ছন্নতার প্রভাব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা সবাইকে নিজের আশপাশ পরিষ্কার রাখতে এবং বিডি ক্লিনের উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।  


সম্মেলনের শেষ পর্যায়ে একটি কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়, যেখানে পরিবেশ সচেতনতা এবং পরিচ্ছন্নতার ওপর আরও কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করা হয়। বিডি ক্লিনের এই কার্যক্রম পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।