পাঁচবিবিতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২৫ ০৬:২৪ অপরাহ্ন
পাঁচবিবিতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

জয়পুরহাটের পাঁচবিবিতে পৌষের শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কাজে বের হতে পারছেন না নিম্নআয়ের মানুষ। যাঁরা জীবিকার তাগিদে বের হচ্ছেন, তাঁদের শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। গত তিন দিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।  


প্রতিদিন সন্ধ্যার পর ঘন কুয়াশা চারপাশ ঢেকে দেয় এবং এই কুয়াশা পরদিন দুপুর পর্যন্ত স্থায়ী থাকে। দিনের বেলাতেও সূর্যের দেখা মেলে না। কোনো কোনো দিন সূর্য দেখা দিলেও তাপমাত্রা অনুভব করা যাচ্ছে না। যানবাহন ও ট্রেন চলাচল করতে দিনেও আলো জ্বালাতে হচ্ছে।  


পাঁচবিবি স্টেশনের বাসিন্দা আবুল কালাম জানান, প্রবল শীতের কারণে বয়স্কদের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, "আমার কোনো ঘরবাড়ি নেই। ছোট্ট দোকানঘরে থেকে কোনোভাবে দিন কাটাচ্ছি। এই শীতে কষ্ট অনেক বেড়ে গেছে।"  


ভ্যানচালক অমিত কুমার বলেন, "হিমেল হাওয়া আর তীব্র শীতে রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না। তবু কাজ করতে হচ্ছে। তবে বাজারে লোকজন না থাকায় আমাদের আয় কমে গেছে।" শীতের কারণে জ্বর-শর্দি-কাশি ও অন্যান্য রোগের প্রকোপ বেড়ে যাওয়ার কথাও তিনি জানান।  


স্থানীয় চা দোকানদার আতিকুর রহমান বলেন, "গত কয়েক দিনের তুলনায় আজ হাটবার হলেও বেচাকেনার অবস্থা খুবই খারাপ। শীতের কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। চা বেশি বিক্রি হওয়ার কথা থাকলেও ক্রেতার অভাবে সেটা সম্ভব হচ্ছে না।"  


শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। যাঁরা দিন আনে দিন খায়, তাঁদের আয় কমে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে।  


পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শীতজনিত রোগ যেমন জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী বাড়ছে। বিশেষত বয়স্ক ও শিশুদের মধ্যে এসব রোগের প্রকোপ বেশি দেখা দিচ্ছে।  


উত্তরের এই এলাকায় শীতের প্রকোপ কমাতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তা প্রয়োজন। ত্রাণ বিতরণ ও শীতবস্ত্র সরবরাহের মাধ্যমে নিম্নআয়ের মানুষদের দুর্ভোগ কমানো সম্ভব।