
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৭

মদের বারের আড়ালে ক্যাসিনো কিংবা অবৈধ জুয়া পরিচালনার অভিযোগে রাজধানীর পাঁচটি বারে অভিযান চালায় পুলিশ। তবে এসব বারে অবৈধ ক্যাসিনো বা জুয়ার কোনও সরঞ্জামাদির কিছু মেলেনি। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে গুলশারের ফু-ওয়াং ক্লাব, মগবাজারের পিয়াসী বার, বাংলা মোটরের গোল্ডোন ড্রাগন বার, শ্যালে ও সামেমাতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন জানান, ফু-ওয়াং ক্লাবে ক্যাসিনো রয়েছে এবং জুয়া খেলা হতে পারে এমন অভিযোগে আমরা অভিযান পরিচালনা করি। তবে এখানে আমরা ক্যাসিনো বা জুয়া খেলার কোনও সরঞ্জাম পাইনি।
