রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুলের সহযোগী হারুনের বাড়ি থেকে আরেকটি ভোল্টের সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫টি টাকা ভর্তি ভোল্ট পাওয়া যায়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এই ভোল্টের সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, এর আগে পাওয়া ৪টি ভোল্টে প্রায় আনুমানিক ৩ কোটি ৫ লাখ টাকা পাওয়া গেছে। এর আগে, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুই সহোদর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাড়ি থেকে এক কোটি পাঁচ লাখ টাকা ও আট কেজি স্বর্ণ উদ্ধার করে র্যাব।
মঙ্গলবার সকালে ২টি সিন্দুক থেকে স্বর্ণ টাকা উদ্ধার করা হয়েছে। র্যাব জানায় ১৯৮৫ সাল থেকেই এনামুল ও রুপন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি ওয়ান্ডারার্স ক্লাব ও আরামবাগ ক্লাবে পরিচালিত অভিযানের সূত্র ধরে তাদের সম্পৃক্ততা পাওয়া যায় এ ব্যবসার সঙ্গে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।